বাউফলে যৌতুক না দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

বাউফলে  যৌতুক না দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

বাউফল (পটুয়াখালী) ২৬ ডিসেম্বর: পটুয়াখালীর বাউফলে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে রাজি না হওয়ায় রাজিয়া বেগম(২২) নামে এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে । আগুনে রাজিয়ার  শরীরের প্রায় ৩০শতাংশ স্থান পুড়ে গেছে। আহত ওই ব্যক্তি বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহত রাজিয়া জানায়, চার বছর আগে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোকলেস মৃধার ছেলে আসাদুলের সাথে বিয়ে হয় তার। বিয়ের সময় তার স্বামীকে এক লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল যৌতুক দেয় তার পরিবার। কিন্তু এতে সন্তুষ্ট হচ্ছিলনা তার স্বামী আসাদুল। এরপর ৬মাস পূর্বে আরো ৩০হাজার টাকা তাঁর স্বামীকে এনে দেয় রাজিয়া। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে রাজিয়াকে আবারো তাঁর বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে বলে আসাদুল। কিন্তু এতে রাজি হয়নি ১সন্তানের জননী রাজিয়া। এতে আসাদুল ক্ষিপ্ত হয়ে তাকে মরধর করে শরীরে আগুন লাগিয়ে দেয়। এতে তাঁর শরীরের নি¤œাংশ পুড়ে যায়। পরে প্রতিবেশীরা তার ডাক চিৎকারে এগিয়ে এসে তার শরীরে লাগানো আগুন নিভিয়ে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বুধবার রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাজিয়া বেগম ।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসাদুল মৃধাকেও গ্রেফতার করা হয়েছে।